সিলেটে পুলিশের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটে পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) জেলা পুলিশের তত্ত্বাবধানে বিশ্বনাথ ও জকিগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও দুস্থদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজ নিজ থানার ওসি ও সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা সমন্নুত রাখার পাশাপাশি মানবিক কার্যক্রমে পুলিশ বিভাগের অংশগ্রহণ হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, রমজান মাসে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছার লক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।