এবার দেশাত্মবোধক গানে পুতুল নাচ নাচলেন ভাইরাল সেই শিক্ষার্থীরা
এবার দেশাত্মবোধক গানে পুতুলের আদলে নাচলেন ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল হওয়া সেই শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তারা এই নান্দনিক নাচটি পরিবেশন করে।
শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ডিসপ্লে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এতে সূর্যমুখী কিন্ডার গার্টেন ও গার্লস স্কুলের ৪৯ শিশু নৃত্যশিল্পী প্রায় চার মিনিটের পুতুল আদলে মনোমুগ্ধকর এই নাচটি প্রদর্শন করে।
ব্রাহ্মণবাড়িয়ার হারিয়ে যাওয়া পুতুল নাচের ঐতিহ্যকে নবরূপে নতুন প্রজন্মের কাছে আবারও তুলে ধরায় জীবন্ত পুতুল নাচটি সবার প্রশংসায় ভাসে।
বিলুপ্তপ্রায় এই লোক সংস্কৃতিকে দেশাত্মবোধক গানের মাধ্যমে নতুন করে ফুটিয়ে তোলায় খুশি অংশ নেওয়া শিশু নৃত্যশিল্পীরাও। তারা জানায়, মাত্র তিন দিনের প্রস্তুতি নিয়ে নাচটি কোরিওগ্রাফি করেছেন সূর্যমুখী কিন্ডার গার্টেন ও গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আল সাইফুল আমিন জিয়া। তাদের প্রত্যাশা এই নাচটিও আগের বারের মতো সবার হৃদয় জয় করবে। পাশাপাশি নতুন প্রজন্মও জানবে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে।
এদিকে ডিসপ্লে প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অধিকার করে এই নাচটি। পরে শিক্ষার্থীসহ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।