পাঠ্যক্রমে জমিজমা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হবে : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আগামীতে জাতীয় পাঠ্যক্রমে (এসএসসিতে) জমিজমা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে। অনেকে শিক্ষিত হয়েও জমিজমা সংক্রান্ত বিষয়ে কিছুই বোঝেন না। তাদেরকে এগুলো বুঝতে হবে। তাই আমরা এসএসসির পাঠ্যক্রমে জমিজমার বিষয়াদি অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছি।
আজ রোববার (৩১ মার্চ) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ভূমিসেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যে অসংগতি রয়েছে তা দূর করা দরকার। আর এজন্য সকলকে সচেতন হওয়া এবং জমি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখা দরকার। ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ করে জমিজমার অসংগতি দূর করা হবে। এতে দেশে মামলা ও সংঘর্ষের ঘটনা কমে আসবে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।