নিজ জেলার হাসপাতালে আইসিইউ না থাকার আক্ষেপ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/01/maanikgnyj.jpg)
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, এটা খুবই খারাপ, একটা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ব্যবস্থা নাই! এখানে অপারেশন কীভাবে হবে আর রোগীই বা আসবে কেন? আমি জানলে, আমিই তো এখানে রোগী পাঠাবো না। কাজেই ইমিডিয়েট এখানে আইসিইউ সাপোর্ট শুরু করবেন, কালকেই লোক দিবেন।
আজ সোমবার (১ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জে স্বাস্থ্যখাতের সকল বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এছাড়াও ক্যাথ ল্যাবের যন্ত্রাংশে জং ধরে যাচ্ছে। কোনো লোক নাই। প্রয়োজনে আমি মন্ত্রীর সাথে কথা বলবো। আপনিও বলেন। আপনি তো এই বিষয়ে ফিল্ড অফিসার। ক্যাথ ল্যাবের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে আপনারাই পরে দোষী হবেন। এমআরআই মেশিনও চালু হয় নাই। গ্যাস নাকি নাই। গ্যাস লাগবে। এছাড়াও নোট রাখেন, এখানে অডিটোরিয়াম চালু হয় নাই। টাকা নাকি দেওয়া হয় নাই। টাকা ছাড়া চলবে কীভাবে? গত বছর ডায়ালাইসিস ইউনিট চালু হলেও ডাইলাসারের সংকট রয়েছে। অর্থ নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে দুই লাখ টাকা দিয়েছি। কাজেই এখানকার জন্য তাড়াতাড়ি টাকা পাঠান। আপনি কালকের মধ্যে টাকা ম্যানেজ করে পাঠিয়ে দিবেন। নোট করে রাখছেন তো?
আজ দুপুরে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় হাসপাতালের যাবতীয় সমস্যা তুলে ধরেন গাইনি চিকিৎসক শারমিন তারেক।
এর আগে মতবিনিময় সভায় যোগদানের আগে সাবেক এই মন্ত্রী হাসপাতালের সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট ও মেডিসিন ওয়ার্ডের বিভিন্ন রোগীর সাথে কথা বলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেলা ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন ছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা।