ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, নারী গ্রেপ্তার
‘হাইকোর্টের ম্যাজিস্ট্রেট’ বলে ভুয়া পরিচয় দেওয়া মুক্তা পারভিন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাজবাড়ী সদর এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এম জে সোহেল বলেন, কিছুদিন ধরে রাজশাহীর বোয়ালিয়াসহ বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেদের কখনো হাইকোর্টের ম্যাজিস্ট্রেট, কখনো ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে সহজ, সরল ও নিরীহ লোকজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল। চক্রটি রাজশাহী জেলার চন্দ্রিমার ছোটবনগ্রাম এলাকার শেখ আব্দুল্লাহকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে এক কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেয়।
এম জে সোহেল আরও বলেন, একপর্যায় শেখ আব্দুল্লাহ বুঝতে পারে যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বোয়ালিয়া মডেল থানায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করা চক্রের মূলহোতা মুক্তা পারভিনসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
র্যাব কর্মকর্তা এম জে সোহেল বলেন, ‘প্রতারক চক্রের অন্যতম হোতা ছিলেন মুক্তা পারভিন। তিনি মামলার পর থেকে গা ঢাকা দেন। তার গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার লোদীপুরে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’