চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হওয়ার দুদিন পর বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় মরদেহ হস্তান্তর করা হয়।
বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে গোমস্তাপুর উপজেলার আক্কেলপুর নগরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে সাইফুল ইসলামসহ ৭ থেকে ৮ জন বাংলাদেশি যুবক রোকনপুর সীমান্তের ১১৯/৮৮ নম্বর পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে গরু আনতে ভারতের চকচকিয়া মাঠে ঢুকে। এসময় ভারতের ১৫৯ ইটঘাটি বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালালে সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত একজন পালিয়ে আসে।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, ঘটনার পর সাইফুল ইসলাম নিখোঁজ থাকার বিষয়টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়েছিল। এরপর বিএসএফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে।