জার্মান ও সুইস রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/08/miin_khaan_bienpi.jpg)
রাজধানীর গুলশানে রোববার সন্ধ্যায় ড. মঈন খানের বাসভবনে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত আসিম টর্স্টার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। ছবি : এনটিভি
জার্মানির রাষ্ট্রদূত আসিম টর্স্টার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
গতকাল রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ড. মঈন খানের বাসভবনে এ বৈঠক হয়। বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেন জার্মানির রাষ্ট্রদূত আসিম টর্স্টার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
এ সময় তাদের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে পারেননি শায়রুল কবির খান।
এ ছাড়া চীনের ডেপুটি অ্যাম্বাসেডর ইয়ান হুয়ালং ও দ্বিতীয় সচিব ঝিকিনও ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেও জানান শায়রুল কবির।