ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহাগ রানা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি সোহাগ রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। তবে এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে পুলিশ খতিয়ে দেখছে।’