ইলেক্ট্রিশিয়ান বিপ্লবের মুক্তির খবরে পরিবারে আনন্দের জোয়ার
সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং জাহাজে থাকা ২৩ নাবিক মুক্তি পেয়েছেন। গতকাল শনিবার (১৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে এ খবর নিশ্চিত করে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ। এই মুক্তির খবরে ওই জাহাজের ইলেক্ট্রিশিয়ান ফেনীর বিপ্লবের পরিবারে বইছে আনন্দের জোয়ার।
বিপ্লবের স্ত্রী বলেন, সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং জাহাজে থাকা ২৩ নাবিককে জিম্মি করার পর থেকে কীভাবে দিন কেটেছে তা বর্ণনা করে শেষ করা যাবে না। কয়েক দিন আগে ঈদুল ফিতর সারা দেশের লোকজন পালন করলেও আমাদের কাছে ঈদ বলে মনে হয়নি। আজ ভোরে তাঁর মুক্তির খবর পেয়ে মনে হচ্ছে আজ ঈদ। সরকার ও জাহাজমালিককে ধন্যবাদ জানাই আমার স্বামীকে মুক্ত করে আনার জন্য।’
বিপ্লবের শ্বশুর বলেন, ‘আমার মেয়জামাই বিপ্লব অপহরণের পর থেকে আজ পর্যন্ত কী অবস্থায় ছিলাম, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ তার মুক্তির খবর শুনে আমাদের পরিবারে আনন্দের জোয়ার বইছে।’
সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহয় থাকা ২৩ বাংলাদেশির মধ্যে ফেনীর ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব ছিলেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসেন ভুইয়ার ছেলে। ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত আছেন। দুই ছেলের জনক তিনি।