১০ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ শুরু
প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসের ঘাটুরাস্থ মিটারিং অ্যান্ড রেগুলেটরিং স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতকাল রোববার (২১ এপ্রিল) রাত ১টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
গ্যাস সরবরাহ বন্ধের কারণে দুই উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহক চরম বিপাকে পড়েন। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে আজ সোমবার সকাল ১১টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরে গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শাহ আলম বলেন, ‘গত রাত ১টা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে দুই উপজেলার আবাসিক ও বাণিজ্যিক প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনার পর মেরামত শেষে পুনরায় এ লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।’