বৃষ্টির সুখবর পেল যেসব জেলা
দেশে চলমান টানা তাপপ্রবাহ ভেঙেছে ৭৬ বছরের রেকর্ড। পারদের মাত্রাও ভাঙতে চলেছে ৫২ বছরের সর্বোচ্চ তাপমাত্রাকে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। সবাই রয়েছেন বৃষ্টির অপেক্ষায়। এমন এক সময় বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, যদিও তা দেশজুড়ে নয়। সেই সুখবরে তারা বলছে, আগামীকাল বুধবার (১ মে) সিলেট ও চট্টগ্রাম বিভাগে হতে পারে বৃষ্টি।
আগামীকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে অধিদপ্তর বলছে, বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর দেশের অন্যান্য এলাকায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।