হেফাজত নেতা মামুনুল হক কারামুক্ত
হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির পর সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সেখানে থাকা হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিতে থাকেন।
হেফাজতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এনটিভি অনলাইনকে মামুনুল হকের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামুনুল হকের মুক্তির খবরে সেখানে গতকাল রাত থেকেই হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে এখন মোহাম্মদপুরে নিজ বাসস্থানে যাবেন।’
মাওলানা মামুনুল হক ২০২১ সালের ২১ এপ্রিল গ্রেপ্তার হয়ে তিন বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন। এরপর আদালত থেকে মামলাগুলোতে জামিন পেয়ে আজ কারামুক্ত হলেন তিনি।