আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আট দিন পর স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আট দিন পর জোবায়ের হোসেন ঈশান (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৩ মে) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
জোবায়ের হোসেন ঈশান উপজেলার কেওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার মোজাফফার আহমদের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্র। কেওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ মে আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয় ঈশান। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আট দিন পর ঈশানের মৃত্যু হয়।