চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন এম ভি আব্দুল্লাহর ২৩ নাবিক
সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এম ভি আব্দুল্লাহর ২৩ নাবিক অবশেষে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় তাঁরা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান।
এর আগে বেলা সাড়ে ১১টায় কুতুবদিয়াতে নোঙর করা জাহাজ এম ভি আব্দুল্লাহ থেকে নেমে জাহান মনি-৩ নামের একটি লাইটারেট জাহাজে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেন তাঁরা।
এম ভি আব্দুল্লাহ চতুর্থ প্রকৌশলী তানভির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় চট্টগ্রামবন্দরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ স্বজনরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মুক্ত হওয়া নাবিকদের বীরোচিত সংবর্ধনার আয়োজন করে।
কয়লা নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ দুপুরে এম ভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালি দস্যুরা। অস্ত্রের মুখে তারা জাহাজের ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। এরপর জাহাজের মালিকপক্ষের তৎপরতায় সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে। মুক্তিপণ বুঝে নেওয়ার পর গত ১৩ এপ্রিল বাংলাদেশ সময় দিনগত রাত ৩টা ৮ মিনিটের দিকে এম ভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ আগে ‘গোল্ডেন হক’ নামে পরিচিত ছিল। ২০১৬ সালে তৈরি বাল্ক কেরিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার ও প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেয়।