গাজীপুরে আগুনে পুড়ল শতাধিক ঘর-দোকান
গাজীপুরে মাত্র এক ঘণ্টার আগুনে শতাধিক টিনশেড ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার (১৫ মে) দিনগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস গরু কাটা ব্রীজ এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
ভোগড়া ডিজিটাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মো.রুহুল আমিন মোল্লা বলেন, ‘রাত ৩টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ভোগড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে এখানকার আরও একটি ইউনিট এবং কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কয়েকটি মার্কেটের দোকানের সব মালামাল ও শতাধিক টিনশেড ঘরসহ আসবাপত্র পুড়ে গেছে।’
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে এবং ঘটনাস্থল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হওয়ায় রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।