সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে পেয়ে উচ্ছ্বসিত কারখানার শ্রমিকরা
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সফলভাবে রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মো. আবদুল হামিদ। রাজনৈতিক অঙ্গনের এই প্রভাবশালী ব্যক্তিত্বকে হঠাৎ করেই নিজেদের কর্মস্থলে কাছ থেকে দেখতে পেয়ে চমকে যান শ্রমিকরা। প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাধারণ মানুষের মতোই ঘুরে দেখন সাভারের একটি কারখানার উৎপাদন কার্যক্রম। তিনি আন্তরিকভাবে কথা বলেন কারখানার শ্রমিকদের সঙ্গে। তাদের খোঁজখবর নেন।
সাভারে আশুলিয়ার দোসাইদ এলাকায় বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে ফেমাস সুজ লিমিটেডের কারখানা পরিদর্শনে যান সাবেক এই রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান কারখানার উদ্যোক্তা কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ একপর্যায়ে শ্রমিকদের আরও কীভাবে জীবনমান উন্নয়ন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন কর্তৃপক্ষকে।
কারখানার শ্রমিক শরিফুল ইসলাম বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি নিজে থেকে এগিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের খোঁজখবর নিয়েছেন। তার সাদাসিধে চলাফেরা ও আন্তরিক কথাবার্তা আমাদের খুব ভালো লেগেছে।’
গোলাম কিবরিয়া নামের অপর এক শ্রমিক বলেন, ‘আবদুল হামিদ সাহেবের কথা অনেক শুনেছি, কাছ থেকে দেখলাম, তিনি আসলে একজন সহজ-সরল মানুষ।’
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, ‘সাবেক মহামান্য রাষ্ট্রপতি আমাদের অভিভাবক, আমাদের আপনজন। আমার আমন্ত্রণে তিনি আমার উদ্যোগ দেখতে সাভারে এসেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শ্রমিক-মালিক সম্পর্ক নিয়েও দিকনির্দেশনা দিয়েছেন তিনি।’
পরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের গরুর খামার পরিদর্শন করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শাহাব উদ্দিন মাদবর বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আমাদের প্রাণের মানুষ। আমাকে তিনি অত্যন্ত স্নেহ করেন। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তখনও তার আমন্ত্রণে আমি বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছি। আমি কিশোরগঞ্জের মানুষ না, তা সত্ত্বেও তিনি আমাদের পরিবারের একজন।’