টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিপরিষদ সচিবের শ্রদ্ধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/18/gopalganj-mahbubur-rahman.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ শনিবার (১৮ মে) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে মো. মাহবুব হোসেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, ১৫ আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ সব সদস্য, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও অফিসার্স ক্লাব ঢাকার সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।