গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল দুই কলেজ শিক্ষকসহ চারজনের
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও দুজন কলেজ শিক্ষকসহ চারজন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার (১৮ মে) জেলার ফকিরকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে এবং চাপাইল বিশ্বাস বাড়ি এলাকায় গোপালগঞ্জ-চাপাইল সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান এবং ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল মামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন–গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও গোপালগঞ্জ শহরের গোহাটা এলাকার বাসিন্দা পিনাকী রঞ্জন দাস (৫৫), উলপুর এম এইচ খান কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ও কাশিয়ানী উপজেলার কড়িগ্রামের বাসিন্দা বাবুল সরকার (৫০), গোপালগঞ্জের ইমাদ পরিবহণের সুপারভাইজার ও কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের বাসিন্দা জুয়েল মোল্লা (৪৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের দক্ষিণপাড়ার বাবু শেখের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে রামিম শেখ (১৩)।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন কলেজ শিক্ষক পিনাকী রঞ্জন দাস, বাবুল সরকার ও সুপারভাইজার জুয়েল মোল্লা। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দি এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে তারা তিনজন মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েল মোল্লাকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বাকি দুজন মারা যান।
জুয়েল মোল্লার মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মো. আল মামুদ।
এদিকে, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, মামার সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে রামিম নামে এক শিশু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। শনিবার বিকেলে তাদের মোটরসাইকেলটি গোপালগঞ্জ-চাঁপাইল সড়কের চাপাইল এলাকায় একটি ইজিবাইককে সাইড দিতে গেলে রামিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় রামিম। তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রামিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।