এমপি আনোয়ারুল আজিম খুন হয়েছেন, তিনজন আটক : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২২ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও ডিবি প্রধান উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ঝিনাইদহের একজন সংসদ সদস্য গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দুদিন পর থেকে আমরা আর তার খোঁজখবর পাইনি। তার মেয়ে উদ্বিগ্ন হয়ে আমাদের জানায়। আমাদের পুলিশ ঘটনাটি নিয়ে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আজকে সকালে সুনিশ্চিত হয়েছি। ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে, তিনি (আনোয়ারুল আজিম) খুন হয়েছেন। ইতোমধ্যে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত চলছে।’