হারুন অর রশীদের নেতৃত্বে ভারত গেল ডিবির প্রতিনিধি দল
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ভারতে গিয়েছে। আজ রোববার (২৬ মে) সকালে দলটি ভারতের উদ্দেশে রওনা দেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ভারত যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ‘একজন মাননীয় সংসদ সদস্য ভারতের মাটিতে খুন হয়েছেন। এ বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি দল ভারতে যাচ্ছি। এ ছাড়াও আমাদের শেরেবাংলা থানায় ওই সংসদ সদস্য অপহণের অভিযোগে একটি মামলা হয়েছে। তিনি ওই দেশে গিয়ে কীভাবে খুন হলেন এ বিষয়ে জানতে ভারতীয় পুলিশের সহযোগিতা চাইব। প্রথমেই আমরা যেখানে অপরাধটি সংঘঠিত হয়েছে সে জায়গাটি পরিদর্শন করব।’
সংসদ সদস্যের মরদেহ এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের পদক্ষেপ কী হবে জানতে চাইলে ডিবির প্রধান বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে ভারতীয় পুলিশ আটক করেছে। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। সম্পূর্ণ মরদেহটি না পেলেও মরদেহের খণ্ড বিশেষ আমরা পাব বলে আশা করছি।’
বাংলাদেশে গ্রেপ্তার তিন আসামিকে ভারতীয় পুলিশ তাদের হেফাজতে নিতে চাইলে বাংলাদেশের পুলিশ অনুমতি দেবে কিনা জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘আমরা আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ভারতে যাচ্ছি। যেহেতু অপরাধীরা বাংলাদেশের এবং যিনি খুন হয়েছেন তিনিও বাংলাদেশের একজন সংসদ সদস্য, তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ গুরুত্ব বিবেচনা করে ভারতের একটি টিমও কিন্তু বাংলাদেশে তিনদিন ছিল। তারা আমাদের সহযোগিতা করেছে। আমরা তাদের বিভিন্ন তথ্য দিয়েছি। আমরাও ভারতে গিয়ে তাদের সহযোগিতা চাইব। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক তাই তাদের বাংলাদেশে বিচার হওয়ার অবশ্যই বৈধতা আছে। আর ভারতীয় পুলিশ তাদের বিষয়ে এখন কোনো মন্তব্য করেনি বা কোনো সহযোগিতা চায়নি। যেহেতু তারা এ বিষয়ে এখনও কোনো কিছু বলেননি তাই এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
গতকাল শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিবির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে হারুন অর রশীদ বলেন, ‘আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেন, আধিপত্য বিস্তারসহ অনেক কিছু থাকতে পারে ওই হত্যাকাণ্ডের নেপথ্যে।’
মরদেহ পাওয়া গেল না তাহলে কিসের পরিপ্রেক্ষিতে আপনারা এই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান হারুন বলেন, ‘এমন ঘটনা আছে বছরের পর বছর লাশ পাওয়া যায়নি। তিন বছর লাশ পাওয়া যায়নি এমন ঘটনাও আমাদের কাছে আছে।’