কুয়াকাটায় বিক্ষুব্ধ বঙ্গোপসাগর, যুবক নিহত
উত্তর-পশ্চিম বঙ্গোবপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কুয়াকাটা উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে, পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, দুই ইউনিয়নের বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিতে।
শরিফ (২৪) নামে এক যুবক পানিতে ভেসে যাওয়ার এক ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ রোববার (২৬ মে) ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকার অবস্থান করছে। এটি আজ বিকেল ৩টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি সন্ধ্যা নাগাদ পটুয়াখালীর কলাপাড়া উপকূল অতিক্রম করতে পারে। তাই পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল মধ্যরাত থেকে কুয়াকাটা এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় প্রবল বেগে ঝড়ো হওয়া বইছে।
কুয়াকাটায় বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সৈকতের তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এদিকে দুপুরের জোয়ারে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অপর দিকে কুয়াকাটার অনন্তপাড়ায় বেড়িবাঁধের বাইরে থেকে ফুফু ও বোনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য রওনা হলে শরিফ নামের এক যুবক পানিতে ভাসিয়ে নিয়ে যায়। এর এক ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিকে বিধ্বস্ত হওয়ার শঙ্কায় রয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার অনেক বেড়িবাঁধ। তবে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে প্রশাসন।