ঘূর্ণিঝড় রিমালে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঘরের ওপর ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে ডালের আঘাতে আব্দুর রহমান বয়াতি (৫৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল সোমবার (২৭ মে) দুপুরে জেলার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা।
ইউএনও শামীম মিঞা বলেন, ‘নিহত আব্দুর রহমান বয়াতি ওই এলাকার মৃত খুতি বয়াতির ছেলে। এ ছাড়াও ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জেলার বিভিন্ন স্থানে ৩৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
শামীম মিঞা আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে চলা এ ঝড়ে বরগুনায় তিন হাজার ৩৭৪টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে আরও ১৩ হাজার ৩৪টি ঘর। এ ছাড়া রিমাল তাণ্ডবে জেলার ১২ কিলোমিটার বেরিবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ছয় হাজার হেক্টর ফসলি জমি।’
জেলার বিভিন্ন উপজেলার চার হাজার ১০০ হেক্টর মাছের ঘের ভেসে গেছে বলেও জানান ইউএনও মো. শামীম।