সিলেটে বৃষ্টির মধ্যে ভূমিকম্প, বন্যায় প্লাবিত নিম্নাঞ্চল
থেমে থেমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যার ভয়ের মধ্যেই সিলেটে অনুভূত হয়েছে ভূমিকম্প। আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত চার উপজেলার নিম্নাঞ্চল।
সিলেট আবহওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
ভূমিকম্পের সময়ও বৃষ্টি হচ্ছিল। তাই অনেকেই টের পাননি। তবে বহুতল ভবনে অবস্থানকারী মানুষের মধ্যে এ সময় আতঙ্ক দেখা দেয়। ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে অব্যাহত বৃষ্টিপাতের সঙ্গে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটর চার উপজেলায়। অনেক নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে। বিপৎসীমার উপর দিয়ে বইছে সব নদীর পানি।