ছিনতাই করে গুলশান লেকে যুবকের ঝাঁপ, উদ্ধারে ডুবুরি দল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/06/chintaai.jpg)
রাজধানীর গুলশানে ছিনতাই করে পালানোর সময় লেকে ঝাঁপ দেয় এক যুবক। ছবি : এনটিভি
রাজধানীর গুলশান এলাকায় ছিনতাই করেন এক যুবক। ছিনতাই শেষে পালানোর সময় তিনি লেকের পানিতে ঝাঁপ দেন। তবে, সাঁতার না জানায় আর উঠতে পারেননি ওই যুবক। এখন তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে, নিখোঁজ যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটলেও এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম।
রোজিনা খানম জানান, এক যুবক ছিনতাই শেষে পানিতে ঝাঁপ দিয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা কাজ করছে। তবে, তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে, উদ্ধারকাজের দৃশ্য দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় বাড়ছে।