কোরবানির জন্য গবাদি পশুর ঘাটতি নেই : প্রাণিসম্পদমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/09/savar_news_pic.jpg)
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। কোরবানির ঈদ উপলক্ষে দেশে কোনো গবাদি পশুর ঘাটতি নেই। গবাদি পশু আমদানির কোনো প্রয়োজন নেই।
আজ রোববার (৯ জুন) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এ কথা বলেন।
২০২৪-২৫ অর্থবছরে গবেষণা কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ‘বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালা’য় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা।
মন্ত্রী বলেন, গতবারে প্রায় পাঁচ লাখ গবাদি পশু অবিক্রিত ছিল, এ বছর আরও সাড়ে চার লাখ পশু যোগ হয়েছে। আমাদের দেশে চাহিদা হলো এক কোটি ২৯ লাখ পশু, সেখানে আমাদের আছে এক কোটি ৩০ লাখেরও বেশি গবাদিপশু।