ভৈরব চেম্বারের সভাপতি মামুন
কিশোরগঞ্জের ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি ২০২৪-২৬ মেয়াদকালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার (১০ জুন) অনুষ্ঠিত নির্বাচনে আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৩৩৭ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী হাজি বজলুর রহমান পয়েছেন ১৯৫ ভোট।
প্রধান নির্বাচন পরিচালক ছিলেন এম এ মুহিত। স্থানীয় সরকারি কাদির বক্স পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৫৬১ ভোটারের মধ্যে ৫৩২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ২৬১ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মোশারফ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মাসউদ উর রহমান পেয়েছেন ১৯০ ভোট। আর ২৫৯ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ জাহিদুল হক জাবেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজি এমরান মোল্লা তুহিন পেয়েছেন ২০৯ ভোট।
অপরদিকে ১৪ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান সাদ্দাম (৪৮২ ভোট), সোহেল বিল্লাহ (৪৭৫ ভোট), আরাফাত ভুঁইয়া (৪৭৪ ভোট), দেলোয়ার হোসেন (৪৬৬ ভোট), মো. নাঈন ভুঁইয়া (৪৬৫ ভোট), জামিল আহমেদ (৪৬৪ ভোট), নিজাম উদ্দিন সরকার (৪৬৪ ভোট), তানভীর আহমেদ (৪৬২ ভোট), সৈয়কত আহমেদ জেমস্ (৪৫৪ ভোট), শরীফ নেওয়াজ ভুঁইয়া (৪৪৬ ভোট), হাজি মো. আলাউদ্দিন (৪৩৯ ভোট), আরিফ মাহমুদ (৪২৪ ভোট), হাজি মো. সাজ্জাদ হোসেন মামুন (৪২৩ ভোট), মো. মিজানুর রহমান পাটোয়ারি (৪১৮ ভোট)।
এ ছাড়া সহযোগী সদস্য পদে নিজাম মাহমুদ জুয়েল, আব্দুর রউফ, মো. আক্তারুজ্জামান ও আব্দুর রশিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।