নাটোরে যুবলীগনেতার দুই পায়ের রগ কর্তন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/24/natore_pic.jpg)
নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানাসুজ্জামান হাসুর (৩৮) দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আজ সোমবার রাত ৮টার দিকে শহরের হেমাঙ্গিনী সেতু এলাকায় তাঁকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় হাসুকে প্রথমে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঠিকাদারি কাজের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগনেতা রোকনুজ্জামান হিরোর সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে এ হামলা চালানো হয় বলে হাসুর অভিযোগ। একই বিরোধের জেরে ধরে গত ১৬ এপ্রিল পৌরসভার ভেতরে কাউন্সিলর হিরো ও হাসুর সমর্থকদের সংঘর্ষে শিশির নামে একজন নিহত হয়। সেই হত্যা মামলায় আহত হাসু আসামি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হত্যা মামলার আসামিকে কুপিয়ে জখম করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।