নারায়ণগঞ্জে আ.লীগনেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে আওয়ামী লীগনেতা সুরুজ মিয়া (৬৫) হত্যাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৯ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
গ্রেপ্তার দুই আসামি হলেন—বাপ্পি ও জামাল। নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। এ ছাড়া তিনি আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতিও ছিলেন।
গতকাল শুক্রবার রাতে নিহতের ছেলে মুন্না বাদী হয়ে আসামি সালু, হীরা, তমাল, শফর আলিসহ ২১ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার দুই ছেলে মো. জনি আহমেদ (৩৫) ও রাজু আহমেদ (৪০) এবং অটোরিকশাচালক মো. রাসেল (৩২) ও শাকিল (৩০)।
নিহত সুরুজ মিয়ার ভাগিনা নুর হোসেন লিখন ও আহত জনির ভাতিজা রিয়াজ উদ্দিন জানান, তাদের বাড়ি ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়া গ্রামে। তাদের অটোরিকশার গ্যারেজ ও ইট-বালুর ব্যবসা। এ নিয়ে এলাকার সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে বিরোধ ছিল। সালু ও হিরা এলাকার একটি নির্মাণাধীন ভবনে গিয়ে বৃহস্পতিবার সকালে চাঁদা দাবি করে। ওই ভবনের মালিক বিষয়টি নিয়ে সুরুজ মিয়ার কাছে বিচার দেন। পরে সুরুজ মিয়া বিষয়টি নিয়ে নিয়ে হিরা ও সালুকে শাসন করেন। এর জের ধরে ওদিন দুপুর দেড়টার দিকে সুরুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় সালু, হিরাসহ ২০ থেকে ২৫ জন।