রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চলমান রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের সময় এ বিষয়ে আলোচনা হবে। চীনের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন।
ডিক্যাব সভাপতি নূরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সমসাময়িক ও আঞ্চলিক ইস্যুসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। এতে আমাদের উভয় দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাবনার দিগন্ত উন্মোচন হবে।
অপর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, চীন সবসময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেয়। বাংলাদেশে সর্বোচ্চ নির্ভরযোগ্য অংশীদার হচ্ছে চীন। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করেছি। শিগগিরই এর বিস্তারিত ঘোষণা করা হবে।