ভৈরবে এনটিভির ২১ বছরপূর্তি উদযাপন
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ও অকৃত্রিম ভালোবাসায় কিশোরগঞ্জের ভৈরবে এনটিভির ২১ বছর পূর্তি উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে (৪ জুলাই) বৈরী আবহাওয়া উপেক্ষা করে সব বয়সী এনটিভিপ্রেমী অতিথি ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সমবেত হন।
বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল-মেয়র ও সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, এনটিভির ভৈরব করেসপনডেন্ট মোস্তাফিজ আমিনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি, সম্পদক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষানুরাগী, চেম্বার সদস্য, গৃহিণী, শিশুসংগঠক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, এনটিভি জন্মলগ্ন থেকেই দেশ গঠন ও গণতন্ত্র রক্ষায় একটি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। আবহমান গ্রাম-বাংলার ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে সুষ্ঠু ধারার সংস্কৃতিকে লালন করছে। ‘সময়ের সাথে, আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে আজ একটি আস্থা ও পরিণত গণমাধ্যম হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে। আগামীতেও এনটিভি এই অবস্থান সুদৃঢ রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।