এনটিভিতে সংবাদ প্রচারের পর আঁড়িয়াল বিলে প্রশাসনের অভিযান

দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন আঁড়িয়াল বিল অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে। গত ২০ এপ্রিল এনটিভি অনলাইনে ‘আঁড়িয়াল বিলে মাটির লুট, চরম সংকটে ফসলি জমি, বিপর্যয়ের মুখে পরিবেশ’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২৩ এপ্রিল) ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা গেছে, মাটি লুটের মহলগুলো মূল সড়ক থেকে এক থেকে দুই কিলোমিটার ভেতরে অবস্থিত, ফলে অভিযান দলের যানবাহন রেখে পায়ে হেঁটে সেখানে যেতে হয়েছে। এ সুযোগে মাটি দস্যুরা আগেভাগেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আর্থিক জরিমানা বা আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, মাটি লুটকারীরা এমন দুর্গম এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি কঠিন। এলাকাবাসীর অভিযোগ, এই লুট বন্ধ না হলে অচিরেই হারিয়ে যাবে আঁড়িয়াল বিলের অস্তিত্ব, ক্ষতিগ্রস্ত হবে ফসলি জমি ও পরিবেশ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ জানান, মাটি লুটকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। আঁড়িয়াল বিল রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।