বেনাপোলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২২ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে বেনাপোলে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে বেনাপোলের প্রেসক্লাব অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ উপলক্ষে কেক কাটা হয়।
প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ও এনটিভির বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের শাহাজান সবুজ, দৈনিক বাংলার রাশেদুর রহমান রাশু, দৈনিক সমকালের সাজেদুর রহমান, দৈনিক সংবাদের দেবুল কুমার, বাংলা ট্রিবিউনের সেলিম রেজা, এটিএন বাংলার আহম্মদ আলী শাহিন, দৈনিক যুগান্তরের কামাল হোসেন, এসময় টিভির মশিয়ার রহমান, এসএ টিভির নাসির উদ্দিন, ৭১ টিভির মুসলিম উদ্দিন পাপ্পু, নিউজ স্টার টিভির আব্দুস সবুর টিটো, মানব জমিনের আল মামুন, দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম, নাগরিক টিভির উসমান গনি, দৈনিক যায়যায় দিনের আশরাফুল সরদার, দৈনিক গ্রামের কণ্ঠের আসাদুজ্জামান আসাদ ও দৈনিক সত্যপাঠের আল আমিন ইসলাম রয়েল।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বাবলুর রহমান, আবু রায়হান জিকো, আব্দুস সাত্তার মল্লিক, আবদুর রহমান বাবু ও তুহিন হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আগত অতিথিরা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ উপস্থাপনায় এনটিভির প্রশংসা করেন। একইসঙ্গে এনটিভির সাফল্য কামনা করেন তারা। অনুষ্ঠান শেষে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।