পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
স্বপ্নের পদ্মা সেতুর সব কাজ শেষ। তাই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি আজ শুক্রবার (৫ জুলাই)। তারই আনুষ্ঠানিকতায় বিকেলে মাওয়ায় সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গত কয়েকদিন ধরেই ছিল সাজসাজ রব। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ সকাল থেকে তা যেন আরও বেড়ে যায়। পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণ করে নিতে চলে নানা আয়োজন।
বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশের মঞ্চে ওঠেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের দেওয়া গতকালের তথ্য অনুযায়ী, এই সমাবেশে কূটনীতিক, রাজনীতিবিদসহ দেড় হাজার সুধী অংশগ্রহণ করছেন।
২০২২ সালের ২৫ জুন নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর উদ্বোধন করেন। এরপর থেকে দক্ষিণের দুয়ারে যুক্ত হয় অগ্রগতির পালক। দেশে ছড়িয়ে পড়ে উন্নয়নের দ্যুতি। সংসদ অধিবেশনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানিয়েছেন, এরইমধ্যে যানবাহন পারাপার এক কোটি ২৭ হাজার ছাড়িয়েছে।
সড়ক পথের পাশাপাশি পদ্মার ওপর দিয়ে রেল পথেও রাতদিন চলছে ট্রেন। পদ্মা সেতু রেল লিঙ্কের ভাঙ্গা-যশোর অংশের কাজও শেষ হচ্ছে চলতি মাসেই। এই অংশ চালু হলে রেলপথে যশোর থেকে রাজধানীর দূরত্ব কমবে প্রায় ১৯৫ কিলোমিটার।