মাদরাসা ছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদরাসা ছাত্র কামরুল ইসলাম শুভকে (১৩) হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ সোমবার (৮ জুলাই) বেলা ১১ টার দিকে রামগঞ্জ পৌরসভার সামনে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নিহত শুভর মা রেখা আক্তার, চাচা লিটন গাজী, জামাল হোসেন, হাবিবুর রহমান ও আনোয়ার হোসেনসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ছেলে হত্যার বিচার দাবি করে মা রেখা আক্তার বলেন, ‘শুভকে শিক্ষকরা মারধর করত। তাদের মারধরেই আমার ছেলে মারা গেছে। হত্যাকারীরা জামিনে এসে প্রকাশ্যে ঘুরছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই।’
শুভর চাচা লিটন গাজী বলেন, শুভকে এক বছর আগে হত্যা করা হয়েছে। এখনো আমরা বিচারের কোনো অগ্রগতি দেখছি না। উল্টো হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরছে। মামলা তুলে নিতে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।
২০২৩ সালের ১৮ জুন শুভর শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদিয়া মাদরাসা থেকে মোবাইল ফোনে কল দিয়ে পরিবারকে জানানো হয়, শুভ অসুস্থ। মাদরাসা থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে পরিবারের লোকজন হাসপাতালে এসে শুভকে মৃত দেখতে পায়। একইদিন রাতে শুভর মা রেখা বাদী হয়ে হত্যার অভিযোগে রামগঞ্জ থানায় দুই শিক্ষকের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেন। মামলায় এজাহারভুক্ত শিক্ষক শাফায়েত হোসেন ও মোস্তফা কামালকে গ্রেপ্তার হলেও পরে জামিন পায়। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তদন্তে রয়েছে।
নিহত কামরুল ইসলাম শুভ রামগঞ্জ উপজেলার সাউধেরখীল গ্রামের দুবাই প্রবাসী কামাল হোসেনের ছেলে ও রামগঞ্জ মোহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সের হেফজ বিভাগের ছাত্র ছিল।