পুলিশ পরিচয়ে পৌনে ৪ লাখ টাকার মালামাল নিয়ে উধাও!
পুলিশ পরিচয়ে প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে উধাও প্রতারক। গতকাল বুধবার (১০ জুলাই) দুপুরে যশোরের বেনাপোলের এ ঘটনায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সাতক্ষীরার সুলতানপুর এলাকার শাজাহান হোসেন মিলনের ছেলে আরাফ হোসেন (২৬) নামে ওই ভুক্তভোগী জানান, সাতক্ষীরা নিউমার্কেট মোড় এলাকায় তার স্টুডিও আছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে স্টুডিওতে এসে প্রতারক মিজান খান নিজেকে পুলিশ পরিচয় দেন। বলেন, তিনি নতুন বিবাহ করেছেন। ভালো ক্যামেরায় ছবি তুলতে হবে।
চুক্তি অনুযায়ী বুধবার সকাল ৯টার দিকে ভাড়া করা দুটি প্রাইভেটকারসহ আরাফ ও তার সহযোগী শহরের সুলতানপুর এলাকার শেখ মামুনুর রহমানের ছেলে শেখ সামিনুর রহমানকে (১৬) বেনাপোলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের সঙ্গে দুটি ক্যামেরা ও তিনটি লেন্সসহ ছবি তোলার সরঞ্জামাদি ছিল। দুপুর আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার ইমিগ্রেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে তাদের খাওয়ার জন্য থামানো হয়।
এ সময় পুলিশ পরিচয়দানকারী প্রতারক মিজান খান পাশে বিশেষ প্রয়োজনে বাইরে যান এবং গাড়ির ভেতর থেকে দুটি ক্যামেরা (মূল্য এক লাখ ৫৫ হাজার টাকা) ও তিনটি ক্যামেরার লেন্স (মূল্য দুই লাখ ২০হাজার) নিয়ে পালিয়ে যান। পরে মিজানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পেয়ে ভুক্তভোগীরা প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। এরপর তারা বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানায়, ওই প্রতারকের জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) অনুযায়ী তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিষ্ণুপুরে।
এ বিষয়ে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এনটিভি অনলাইনকে জানান, আসামিকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।