জয়পুরহাটে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
জয়পুরহাটে ডাকাতির পর প্রতুল চন্দ্র হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার ভিটি ও দাদরা গ্রামের শামছুল হুদা ওরফে হুদা, মো. মিজান, মোঃ বাবু, মুক্তাদির, মো. সবুর ও জাহিদুল ইসলাম। এদের মধ্যে জাহিদুল ইসলাম পলাতক রয়েছেন।
এ মামলায় মোট ২০জন আসামের মধ্যে নির্দোষ প্রমাণিত হওয়ায় ১৪জনকে খালাস দিয়েছে আদালত।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ২৯ আগস্ট রাতে অসীমা রানী মণ্ডল রাতের খাবার খেয়ে তাঁর নিজ ঘরে ঘুমিয়ে পড়লে রাত ১১টার দিকে একদল ডাকাত প্রথমে তাঁর ঘরের ভিতরে ঢুকে তাঁকে মারপিট করে পাশের ঘরে ঢুকে তার চাচা প্রতুল চন্দ্র ও চাচাতো ভাই পলাশচন্দ্রকে মারপিট করে গুরুত্বর আহত করেন। এ সময় ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণ, মোবাইল ফোনসহ প্রায় দুই লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা প্রতুল চন্দ্র ও পলাশ চন্দ্রকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রতুল চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত গৃহবধূ অসীমা রানীর স্বামী উৎপল কুমার মণ্ডল বাদী হয়ে পরের দিন সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালতের বিচারক এ রায় দেন।