রংপুরে পুলিশের ভূমিকা অনুসন্ধানে কমিটি
রংপুরে আন্দোলনকারীদের আক্রমণ ও পুলিশের ভূমিকার বিষয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেটোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এ অনুসন্ধান কমিটির কথা জানান।
মো. মনিরুজ্জামান বলেন, গতকালের ঘটনায় পুলিশের ভূমিকা ও আন্দোলনকারীদের আক্রমণ, ভিসির বাসভবনে আগুন, বিশ্ববিদ্যালয় ও পুলিশের গাড়ি পোড়ানোসহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখার জন্য পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এগুলো তদন্তের আগে বিস্তারিত বলা যাবে না।
এদিকে আজ বিকেল থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর বিশ্ববিদ্যালয় এলাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান গেটে বেলা ৩টার পর আবু সাঈদ যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন সেখানে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ নামফলক স্থাপন করে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস ঘুরে সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর পার্কের মোড় এলাকায় অবস্থান নেয়।
এর আগে বেলা ২টার দিকে বেরোবির শিক্ষকরা ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করেন। এরপর তাঁরা সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থানে কিছু সময় মানববন্ধন করেন। এ সময় গতকালের পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কতিপয় শিক্ষককে দায়ী করেন তাঁরা।
অপরদিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় অফিসের সামনে বিএনপি গায়েবানা জানাজা পড়েছে।