কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আটকা পুলিশ সদস্যদের র্যাবের হেলিকপ্টারে উদ্ধার
রাজধানীর বাড্ডায় কানাডিয়ান বিশ্ববিদ্যালয় ভবনের ছাদে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে তারা ওই ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শিক্ষার্থীরা বাড্ডা-রামপুরা সড়কে অবস্থান নেওয়ার পর পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া করে। কয়েক ঘণ্টা উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে পুলিশ সদস্যরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভবনে ভূকে পড়েন। পরে তাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হেলিকপ্টারে দিয়ে তাদের উদ্ধার করে র্যাব সদস্যরা।
হেলিকপ্টারে পুলিশ সদস্যদের উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, র্যাবের একটি হেলিকপ্টার ভবনটির ছাদের ওপরে উড়ে আসে। পরে পুলিশ সদস্যরা হেলিকপ্টারে উঠে পড়েন।