কারফিউ শিথিল, ফিরছেন বান্দরবানে আটকা পড়া পর্যটকরা
গত শুক্রবার দিনগত রাত ১২টা থেকে সারা দেশে জারি করা কারফিউ শিথিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শিথিল ঘোষণা করেন জেলা প্রশাসক। কারফিউ শিথিলের ঘোষণার পর থেকে বান্দরবানে আটকা পড়া দেড় শতাধিক পর্যটক জেলা প্রশাসনের সহযোগিতায় ফিরছেন গন্তব্যে।
পর্যটকদের ফেরার বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন।
আইনশৃংঙ্খলা বাহিনী জানায়, কোটা আন্দোলনে সহিংসতায় দেশব্যাপী জারি করা কারফিউতে যানবাহন চলাচল বন্ধ থাকায় বান্দরবান জেলায় ঘুরতে আসা দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছিল। তারা হোটেলেই অবস্থান করেছে কয়েকদিন। এ সময়ে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। যে পরিমাণ অর্থ তারা নিয়ে এসেছিল সবই খরচ হয়ে যায়। ইন্টারনেট বন্ধ থাকায় তারা বাড়ি থেকে টাকাও আনতে পারেনি।
বান্দরবানের হোটেল গার্ডেন সিটির মালিক মো. জাফর আলম বলেন, ‘আমার হোটেলেই আটকা পড়েছিল ২৫ জন পর্যটক। আর্থিক লেনদেন ও দোকানপাট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিল তারা। তবে কারফিউ শিথিল হওয়ায় প্রশাসনের সহযোগিতায় তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। নিরাপদে গন্তব্যে পৌঁছানোর পর অনেকে ফোন করে কৃতজ্ঞতাও জানিয়েছেন।’
জেলা সার্কিট হাউজে জেলা আইনশৃংখলা বিষয়ক জরুরি সভা শেষে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ শিথিল ঘোষণা করা হয়েছে।
কারফিউ শিথিল করায় জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে, খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃংঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, আটকা পড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যে ফিরে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি বিবোচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ শিথিল ঘোষণা করা হয়েছে।