বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে কবে, জানালেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজ বুধবার (২৪ জুলাই) রাতের মধ্যেই বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর চেষ্টা চলছে। ধৈর্য ধরে সহযোগিতার করায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান। বলেন, সন্ত্রাসীরা ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়ায় ইন্টারনেট সেবা সংক্রান্ত অসুবিধায় পড়তে হয়েছে। খুব দ্রুততার সঙ্গে সব পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে কাজ চলমান আছে।
প্রতিমন্ত্রী পলক আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সবাইকে ধৈর্য্য ধরার জন্যও আহ্বান জানিয়ে পলক বলেন, প্রাথমিকভাবে শুধু অফিস-আদালত ও জরুরি প্রয়োজনে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। আমরা সব লাইন চালু করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আজ রাতে অধিকাংশ গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।
এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। মোবাইল ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এখনও বন্ধ রয়েছে।
প্রতিমন্ত্রী ফ্রিল্যান্সারদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আমি শুনেছি, অনেক ফ্রিল্যান্সার পাশের দেশে, যেমন নেপাল ও অন্যান্য দেশে থেকে নিজেদের কাজ করার কথা ভাবছেন।আমি অনুরোধ করব, ধৈর্য ধরার। আপনারাও সংবেদনশীল হন, আমরাও সংবেদনশীল হব।