শাবির ফটকের নাম রুদ্র তোরণ করার দাবি আন্দোলনকারীদের
কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে পুলিশ-ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও ৯ দফা দাবি বাস্তবায়নে নানা কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে লিফলেট বিতরণ শেষে আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকের নাম শহীদ রুদ্র তোরণ হিসেবে ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে বাদ জুমা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ৯ দফা দাবি বাস্তবায়নে গণসংযোগ শুরু করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের কারণে রুদ্র সেন শহীদ হয়েছেন। আমরা তার নামে বিশ্ববিদ্যালয়ের ফটকের নামকরণ ঘোষণা করছি। কাগজের এই লেখা কেউ ছিঁড়ে ফেললে আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসব একই নাম। রুদ্র মরে গিয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যদি ছাত্র সমাজের নয় দফা দাবি মেনে নেওয়া না হয়; আমরাও শহীদদের রক্তের ওপর দিয়ে কোনো সংলাপে যাব না।’