এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/01/eicessi_priikssaar_ntun_suuci_prkaash.jpg)
এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠেয় এ পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
এর আগে, সকালে আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে আগামী ৪ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ওই বিভাগের আওতাধীন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে সেই পরীক্ষা শুরু হয়।