সাতকানিয়ায় দেয়াল ধসে প্রাণ গেল মা-ছেলের
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রবল বর্ষণের ফলে মাঠির ঘরের দেয়াল ধসে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের পশ্চিম আফঝল নগর গ্রামের লাতুমুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃহস্পতিবার বিকেলে ওই তিনজন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মা ও ছেলের মৃত্যু হয়। নিহতরা হলেন—কোহিনুর আক্তার (৩৬) ও ছেলে মো. ওয়াফি (৫)। একই ঘটনায় মো. জারিফ (১২) নামের আরেক শিশু আহত হয়।
ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূর স্বামী মো. মোরশেদুল আলম বলেন, দুপুরের খাবার খেয়ে আমার স্ত্রী কোহিনুর আক্তার রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় আমিও রান্নাঘরে ছিলাম। আরেক কক্ষে ঘুমাচ্ছিল আমার দুই সন্তান মো. জারিফ (১২) ও মো. ওয়াফি (৫)। হঠাৎ বিকট শব্দ পেয়ে দৌড়ে সন্তানদের কক্ষের ভেতর থেকে আনতে যায় কোহিনুর আক্তার। তাদের আনতে গিয়ে বাড়ির ধ্বংসস্তূপের নিচে পড়ে যায় কোহিনুর ও দুই সন্তান। বিকট শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন। ভেঙে পড়া মাটির দেয়ালের ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালান তারা। বেশ কিছুক্ষণ পরে তিনজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের কেরাণীহাটের আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা কোহিনুর আক্তারকে (৩৬) মৃত ঘোষণা করেন। তার ছেলে ওয়াফিকে (৫) সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়ার পথে সে মারা যায়।
এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পডেছে পুরো গ্রাম। প্রতিবেশী রাকিবুর রহমান বলেন, ‘পুরো ঘর ধসে একসঙ্গে মা ও ছেলের মৃত্যু খুবই মর্মান্তিক। সরকারী কোনো কর্মকর্তা কিংবা কোনো জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শনে আসেননি। এটি দুঃখজনক।’
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আমি সবে থানায় এসেছি। এ ধরনের কোনো তথ্য এখনও পাইনি।’