শান্তিনগর মোড়ে জনস্রোত, বিক্ষোভে উত্তাল রাজধানী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/03/1_shaantingr_1.jpg)
রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও শান্তিনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। শান্তিনগরে যেন জন সমুদ্র নেমেছে। সায়েন্স ল্যাব মোড়েও নেমেছে আন্দোরণকারীদের ধল। অন্যদিকে, সকাল থেকেই রাজধানীর মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শান্তিনগর মোড়ে লোকে লোকারণ্য। এরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। অন্যদিকে, সায়েন্স ল্যাব মোড়েও আন্দোলনকারীদের জোরালো অবস্থান নিতে দেখা গেছে।
‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসব আন্দোলননকারীরা বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভের মধ্যে এক আন্দোলনকারী বলেন, ‘আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/03/1_shaantingr_2.jpg)
এ সময় আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি।
সায়েন্স ল্যাব ও শান্তিনগর মোড় সকাল থেকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।