যাত্রাবাড়ী চৌরাস্তা ও থানার চারপাশ ছাত্রজনতার দখলে
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা, দনিয়া এলাকা এবং শনিরআখড়া ও সাইনবোর্ডসহ আশেপাশের এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে বিক্ষোভ মিছিল করছে হাজারও শিক্ষার্থী। তাদের সঙ্গে অভিভাবক, দিনমজুর, রিকশা- অটো রিকশাচালক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দিয়েছে।
শিক্ষার্থীরা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর গাড়ি ঘিরে মিছিল করছে। দনিয়া কলেজের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল যাত্রাবাড়ী পার হতে চাইলে সেনাবাহিনীর গাড়ি এগিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা উল্টো করতালি দিয়ে তাদের স্বাগত জানায়। শিক্ষার্থীদের সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আলিঙ্গন করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে কাজলা, শনিরআখড়া ও দনিয়া এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে মিছিল করে। অপরদিকে, যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসব এলাকায় পুলিশের উপস্থিতি ছিল খুবই কম।
এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিশাল মিছিল কাজলার দিকে এগুতে চাইলে পুলিশ তাদের নিষেধ করে। পুলিশের নিষেধ উপেক্ষা করে আওয়ামী লীগের মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা থেকো কাজলার দিকে মিছিলের দিকে এগিয়ে যায়। সে সময় কাজলায় অবস্থান করা হাজার হাজার শিক্ষার্থী একযোগে আওয়ামী লীগের মিছিলটিকে ধাওয়া দিলে দুপক্ষই প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
একপর্যায়ে মহাসড়কে টিকতে না পেরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা বিভিন্ন অলিগলি দিয়ে চলে যায়।
শিক্ষার্থী ও সাধারণ মানুষ পুরো যাত্রাবাড়ী চৌরাস্তাসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে এক দফার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।