আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের : অ্যাটর্নি জেনারেল
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবিচ্ছিন্ন কাজ করবে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আন্দোলনে সকল শহীদ শিক্ষার্থীদের স্মরণ করে নতুন অ্যাটর্নি জেনারেল বলেন, আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের। রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমাদের লক্ষ্য।
অনতিবিলম্বে সুপ্রিমকোর্ট খুলে দেয়ার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, নতুন সরকার বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নোবেলজয়ী ড. ইউনূস এদেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ করতে পারবেন বলেও মনে করেন তিনি।