চট্টগ্রাম কারাগারে উত্তেজনা, নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী
বন্দিদের বিক্ষোভসহ নানা কর্মসূচিকে ঘিরে অশান্ত হয়ে ওঠে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। খবর পেয়ে কারারক্ষী ছোড়েন ফাঁকা গুলি, সেনাবাহিনীর সদস্যরা তৈরি করেন বেষ্টনি। একপর্যায়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরের পর নগরীর লালদিঘি এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, করাগারে বন্দিদের কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় কারাগারে থাকা অন্য বন্দিরা বিক্ষোভ শুরু করে। কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারদিকে বেষ্টনি তৈরি করে। পরে কারাগারের ভেতর ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে চট্টগ্রাম জেলখানায় প্রায় চার হাজার ৩০০ কারাবন্দি আছেন। তাদের অনেকেই মিথ্যে মামলায় কারাবন্দি বলে দীর্ঘদিনের দাবি। এরইমধ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গ্রেপ্তার ও পরে বন্দিদের মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। এই খবরে অনেক বন্দি মুক্তির দাবি করে আসছে।
কারগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. মনজুর আহমদ জানান, সারা দেশের বন্দিরা আন্দোলন করছে। এ খবরে এখানেও আন্দোলনের চেষ্টা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে আটকদের জামিন হয়ে গেছে। এদের সঙ্গে অন্য মামলার কয়েদিরা মুক্তি চাচ্ছে। এটাতো অযৌক্তিক। আদালত থেকে জামিন এলে তারাও মুক্তি পাবে।