বাইরের মদদে প্রতি বিপ্লবের নামে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে : সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাইরের রাষ্ট্রের মদদে প্রতি বিপ্লবের নামে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। ১৫ আগস্ট ঘিরে নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আর যারা এগুলো করেছেন, তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো কর্তৃপক্ষ নয়; বরং একটি প্রেশার গ্রুপ।’
আজ শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এ মন্তব্য করেন। তিনি বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে উঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে, ১৫ আগস্ট কান ধরে ওঠবস করানো ও মোবাইল চেক করাসহ ঘটে যাওয়া কিছু বিতর্কিত কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
সারজিস বলেন, 'গত ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন, কথা বলার অধিকার হরণ, দুর্নীতি-নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে—এগুলোর বিরুদ্ধেই ছিল আমাদের অভ্যুত্থান। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, মতপ্রকাশ করতে পারবে, যে যে ধারায় বিশ্বাসী, সে অনুযায়ী কাজ করতে পারবে—এই স্বাধীনতাগুলো থাকবে।’