খাগড়াছড়িতে পাহাড় ধস
চার ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
প্রায় চার ঘণ্টা পর খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম, ফেনী, ঢাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। খাগড়াছড়ি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার উপর ধসে পড়া পাহাড়ের মাটি ও কাদা সরিয়ে দিলে আপাতত সিঙ্গেল লাইন যানবাহন চলাচল শুরু হয়।
আজ শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়ে। ফলে সড়কের উভয় পাশে বহু বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে।
এতে করে হতাহতের ঘটনা না থাকলেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, ফেনী ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে সকাল ১০টার পর সড়কের মাটি সরাতে কাজ শুরু করে খাগড়াছড়ি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে খাগড়াছড়ি ও মাটিরাঙা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এসে সড়কের মাটি সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে সড়কের উপর মাটি পড়ে। খবর পেয়ে পেলোডারসহ একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সড়ক থেকে মাটি সরিয়ে দিলে আপাতত সিঙ্গেল লাইনে যান চলাচল স্বাভাবিক হয়।
বিকেল নাগাদ যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।