সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ থেকে নেতৃত্বে দেওয়া এক সমন্বয়কে ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের প্রিয়াঙ্গন মার্কেট রোডের একটি শপিং মলের সামনে সমন্বয়ক ইমন দোজা আহমদকে মারধর করে কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় ইমনের ওপর হামলার নিন্দা এবং জড়িতদের বিচারের দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা।
হামলার শিকার ইমন দোজার নেতৃত্বে সুনামগঞ্জে শুরু থেকে আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। ৫ আগস্টের পর থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, বিভিন্ন দপ্তরে তদারকিসহ নানান কার্যক্রম পরিচালনা করে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমন দোজা জানান, শনিবার সন্ধ্যায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে দুজন শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুলঘুষি মেরে পালিয়ে যায়।
হামলায় শিকার হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান সমন্বয়ক ইমন।